
ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের হল্লা বল
মেহেমুদ খান ও অলক মাজি হলেন আন্দোলনের মুখ
জমালপুর, পূর্ব বর্ধমান, সংবাদদাতা
ভাষা ও বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলা কথিত অত্যাচার এবং ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রবিবার পূর্ব বর্ধমানের জমালপুর ব্লকের একাধিক এলাকায় বিরাট প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেমুদ খাঁনের গর্জন
জমালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন মসাগ্রাম স্টেশন বাজারের সভায় বলেন—
“শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই কাউকে ‘বাংলাদেশি’ বলা নিন্দনীয়। বাঙালিদের উপর এই অত্যাচার আর বরদাস্ত করা হবে না। যতদিন না ন্যায় মেলে, ততদিন আন্দোলন চলবে।”
তাঁর বক্তব্য চলাকালীন জনতা স্লোগানে বিজেপি ও বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়।
অলক মাজির আক্রমণ
পরাতল–১ অঞ্চলের মোহিন্দর গ্রামে আয়োজিত সভায় স্থানীয় বিধায়ক অলক কুমার মাজি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন—
“মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার একমাত্র আসল কণ্ঠস্বর। বিজেপি যতই ষড়যন্ত্র করুক, জনতা তার জবাব দেবে।”
তিনি আরও বলেন, গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না, কেন্দ্রকে অবিলম্বে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ ছাড়তে হবে।
মহিলাদের বড় অংশগ্রহণ
আঝাপুর ও আবুজহাটি অঞ্চলের মিছিলে বিপুল সংখ্যক মহিলা কর্মী যোগ দেন। মহিলা নেত্রী ঝর্না বেগম শেখ বলেন—
“এই আন্দোলন শুধু রাজনীতি নয়, এটি বাঙালি পরিচয়ের লড়াই।”
জনতার বার্তা
সমস্ত বক্তারা সর্বসম্মতিক্রমে জানান, বিজেপি ও সিপিএম-এর দ্বিচারিতা আর মেনে নেওয়া হবে না। আগামী নির্বাচনে তার জবাব অবশ্যই দেবে জনতা।