logo

পূর্ব বর্ধমান জামালপুরে শিক্ষক দিবসে শিক্ষাগুরুদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি

আজ শিক্ষক দিবসের পবিত্র দিনে এক অনন্য উদ্যোগে সামিল হলেন দুই প্রাক্তন ছাত্র। সমাজে প্রতিষ্ঠিত এই দুই ব্যক্তিত্ব তাঁদের গৌরবের শিকড়ে ফিরে গিয়ে প্রাক্তন শিক্ষকদের সম্মান জানালেন নিজ হাতে।

কথায় আছে— “শিক্ষক মানুষ গড়ার কারিগর।” শিক্ষকদের হাত ধরেই সমাজে জন্ম নেয় ডাক্তার, উকিল, বড় বড় চাকুরিজীবী, আবার অনেকেই ভিন্ন পথে গিয়ে হয়ে ওঠেন সমাজের পথপ্রদর্শক। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক।

দুজনেই বেড়ুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র। বহু বছর আগে বিদ্যালয় ছেড়ে গেলেও তাঁদের মনে এখনও সতেজ হয়ে আছে স্কুল জীবনের সোনালি স্মৃতি এবং শিক্ষকদের অমূল্য শিক্ষা।


---

🙏 শিক্ষকদের বাড়ি গিয়ে শ্রদ্ধা নিবেদন

আজকের বিশেষ দিনে তাঁরা বিদ্যালয়ের চারজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁদের প্রণাম করেন। শেখ গোলাম এহিয়া, শেখ শামসুদ্দিন, শক্তি প্রসাদ ধারা এবং পরেশ চন্দ্র দত্ত— এই চারজন শিক্ষকের কাছে গিয়ে তাঁরা ভালোবাসা ও কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ একটি ফুলের তোড়া, একটি পেন, একটি মিষ্টির বাক্স এবং নতুন পাঞ্জাবি-পাজামা উপহার দেন।


---

🌸 মানবিক বার্তা

মেহেমুদ খাঁন ও ভূতনাথ মালিকের এই উদ্যোগে স্পষ্ট বার্তা মিলেছে—
“আমরা যতই বড় হই না কেন, জীবনের আসল শিক্ষককে কখনও ভোলা যায় না। তাঁদের আশীর্বাদেই আজ আমরা সমাজে প্রতিষ্ঠিত।”

গ্রামের মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষক দিবসে প্রাক্তন ছাত্রদের এই সম্মান জানানো নিঃসন্দেহে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

56
1925 views