logo

জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্প

রাস্তা, নালা, স্ট্রিট লাইট ও আঙনওয়াড়ি কেন্দ্র সংস্কারের দাবি

জামালপুর, ২৯ আগস্ট – পূর্ব বর্ধমানের জামালপুর ১ ও ২ অঞ্চলে আজ বেত্রাগর প্রাথমিক বিদ্যালয় ও কালারাঘাট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পাড়ায় সমাধান ক্যাম্প।

ক্যাম্পে হাজির ছিলেন তৃণমূল ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস, বি.এল.আর.ও প্রত্যুষ বাগ, এফ.ই.ও অর্ণব কুইল্যা, দুই অঞ্চলের প্রধান ডলী নন্দী ও মিঠু পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

তাঁরা প্রতিটি কাউন্টার ঘুরে দেখেন এবং আবেদনকারীদের সমস্যার কথা শোনেন। সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষকে সরাসরি সহায়তা করা হয়।

স্থানীয়দের মূল দাবি

🔹 গ্রামীণ রাস্তাঘাট সংস্কার
🔹 নালা ও জলনিকাশির উন্নয়ন
🔹 পর্যাপ্ত স্ট্রিট লাইট বসানো
🔹 আঙনওয়াড়ি কেন্দ্রগুলির সংস্কার ও আধুনিকীকরণ

গ্রামবাসীরা আশা প্রকাশ করেছেন, এই ক্যাম্পের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান হবে।

25
927 views