logo

বর্ধমান সভায় মুখ্যমন্ত্রী: “বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না”


কর্মী-সমর্থকদের আবেগে ভেসে গেল রাস্তার ধারে অভ্যর্থনা

বর্ধমান, প্রতিনিধি:
প্রশাসনিক সভার মঞ্চ থেকে ফের বাঙালি মেধা ও শিক্ষাক্ষেত্রে বাংলার অবদানের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন—
“বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে বাঙালির অবদান অস্বীকার করা যাবে না।”

শিক্ষাক্ষেত্রে বাংলার ঐতিহ্য উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা বরাবরই মেধার আঁতুড়ঘর। দেশের সীমা পেরিয়ে বাংলার ছেলেমেয়েরা বিশ্বমঞ্চে নিজেদের সাফল্যের ছাপ রেখেছে। বাংলাকে অবজ্ঞা করার প্রবণতা বারবার ভুল প্রমাণিত হয়েছে বলে কটাক্ষও করেন তিনি। একইসঙ্গে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুজরাতি সম্প্রদায় নিয়ে মন্তব্যকে ঘিরেও জবাব দেন মমতা—
“ট্রাম্প যদি গুজরাতি তাড়াতেও চান, তাতে কিছু যায় আসে না। কিন্তু বাঙালি মেধাকে কোনও শক্তিই দমন করতে পারবে না।”

---
রাস্তার ধারে কর্মীদের উন্মাদনা

এদিন প্রশাসনিক সভায় যাওয়ার পথে জাতীয় সড়কের ধারে মুখ্যমন্ত্রীর কনভয় থামতেই শুরু হয় অন্য ছবি। জামালপুরের আঝাপুর সংলগ্ন এলাকায় ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অসংখ্য কর্মী-সমর্থক ভিড় জমান।

মুখ্যমন্ত্রীর গাড়ি ধীরে হতেই ভেসে ওঠে “মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ” ধ্বনি। ভক্তিভরে জোড়হাত করে প্রণাম জানান স্থানীয় নেতৃত্ব। প্রত্যুত্তরে মমতাও গাড়ির জানালা থেকে হাত নেড়ে, জোড়হাত করে তাঁদের অভিবাদন জানান। মুহূর্তে আবেগে ভেসে যায় উপস্থিত সমর্থকরা।

ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, “আমাদের আবেগের আর এক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এক ঝলক দেখার জন্য সারাদিন দাঁড়িয়েও যদি থাকতে হয়, তাতেও কোনও অসুবিধা নেই। আজ আমাদের মা, আমাদের নেত্রী গাড়ি থামিয়ে আমাদের দিকে হাত নেড়েছেন—এ এক পরম পাওয়া।”

আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “জামালপুরে কোনও সমস্যা নেই। দল যাকে প্রার্থী করবে, বিপুল ভোটে জিতিয়ে আমরা সেই আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।”
---
এভাবেই প্রশাসনিক সভার মঞ্চ থেকে কেন্দ্রীয় রাজনীতি ও বিশ্বশিক্ষাক্ষেত্রে বাঙালির অবদানের প্রসঙ্গ টেনে আত্মবিশ্বাসী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, আর রাস্তার ধারে উচ্ছ্বাসে ভেসে উঠল সাধারণ কর্মী-সমর্থকদের অকৃত্রিম আবেগ।

13
1253 views