logo

কলকাতায় আজ তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ

সোমবার সকাল থেকে এই কোলকাতায় লোকেদের তাঁতা লাগানো হয়েছে। বাংলার বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী এবং সমর্থক আজ ধর্মতলা পর্যন্ত পৌঁছেছেন। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র শ্রী মৃত্যুঞ্জয় পাল মহাশয় এবং সাধন পান্ডে ফ্যান্স ক্লাবের সভাপতি শ্রী প্রশান্ত হাজরা মহাশয়ের নেতৃত্বে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের "সাধন পান্ডে ফ্যান্স ক্লাব" এর পক্ষ থেকে এক সুবিশাল মিছিল শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে, সেখান থেকে কাশিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র মাননীয় শ্রী অতিন ঘোষ মহাশয় এবং রাজ্যের পূর্ণ মন্ত্রী ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মাননীয়া শ্রীমতি শশী পাঁজার নেতৃত্বে আজ একুশে জুলাই শহীদ তর্পনে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন।

27
751 views