logo

বাতিল হয়েছে ২৬০০০ চাকরি! অবশেষে বিশাল স্বস্তির খবর এল চাকরিহারা শিক্ষকদের জন্য

চাকরি খুইয়ে রাজপথে ‘যোগ্য’ চাকরিহারারা (SSC Scam)। আদৌ কী সুরাহা হবে? রাজ্যের (State Government) দিকে তাকিয়ে সকলে। এরই মধ্যে যোগ্যদের জন্য বড় স্বস্তির খবর সামনে আসছে। সূত্রের খবর, ‘যোগ্য’ চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেল করে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
স্বস্তির খবর এল চাকরিহারাদের জন্য-SSC Scam.
শিক্ষা দফতর সূত্রে খবর, ‘যোগ্য’ চাকরিপ্রার্থীর নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য সমেত তালিকায় পাঠানো হয়েছে। মোট প্রায় ১৯ হাজারের লম্বা তালিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, ‘অযোগ্য’দের নামের তালিকা কমিশনের কাছে ছিল। কিন্তু যারা সুপ্রিম কোর্টের রায়ে ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, এবারে তাদের নামও নতুন তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর থেকেই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন চাকরিহারারা। এসএসসি দফতরের সামনে অনশন থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও দেখা করেন কিছু চাকরিহারা। তাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা সামনে আনতে হবে।
সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের সময়ে শিক্ষা দফতরের তরফে আশ্বাস দেওয়া হয়, ইতিমধ্যেই যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি। আইনি পরামর্শ নেওয়ার পরে তালিকা প্রকাশ করে দেওয়া হবে। খোদ শিক্ষামন্ত্রীও এবিষয়ে সহমত পোষণ করেছেন।
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে সংবাদমাধ্যমের সামনে চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, ”শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে।’ চাকরিহারারা জানিয়েছিলেন, আইনি পরামর্শ নিয়ে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করার কথা বলা হয়েছে। যদিও ঠিক কবে সেই তালিকা প্রকাশ করা হবে এই নয় চূড়ান্তভাবে কিছু জানায়নি কমিশন।

8
1097 views