গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, গাড়ির ভাড়া দেওয়ার বাহানা দেখিয়ে আসিমগঞ্জের বাগেরসাঙ্গন গ্রামের বাসিন্দা ফয়জুল ড্রাইভারের পুত্র এবং রাজনীতিবিদ মরতুজার ভাই, উগ্রপন্থী শামীম আহমদ,সঙ্গে সুলতান আহমেদ, সাকির আহমেদ, নুরুল হক এবং রিজাল আহমেদ,৫জন মিলে আলাল উদ্দিন এবং ফয়েজ আহমেদ কে আসিমগঞ্জে ডেকে নেন, এরপর থেকে তাদের আর কোন খোঁজ খবর পাওয়া যায়নি।গতকাল খবর সূত্রে জানা যায় তাদেরকে ত্রিপুরাতে নিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে, কিন্তু কোন জায়গায় এখন তারা রয়েছে সেটা সঠিক কোন খবর পাওয়া যায়নি।....
read more