logo

রাত থেকেই প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তর-দক্ষিণের 'এই' জেলাগুলি, কমলা সতর্কতা জারি...

রাজস্থান থেকে পশ্চিম অসম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার ফলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি রয়েছে অসম মেঘালয় ও উত্তরবঙ্গে।আগামী কয়েকঘণ্টার মধ্যেই ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। বৃষ্টি আরও বাড়বে মঙ্গলবার থেকে। বুধ ও বৃহস্পতি প্রবল বৃষ্টিপাতের সর্তকতা উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর। 

1
16754 views