logo

লঞ্চ হল নতুন অফার, পাবেন 28 দিনের ভ্যালিডিটি মাত্র 128 টাকায়

Airtel ইদানিং পুরনো প্ল্যানগুলির বদলে নতুন প্ল্যান আনছে। বেশ কিছু প্রিপেড প্ল্যান বন্ধ হয়েছে, আবার একটি নতুন প্ল্যানও চালু হয়েছে। এয়ারটেল তার 45 টাকার স্মার্ট রিচার্জ বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে, সংস্থাটি 128 টাকার একটি নতুন প্ল্যান চালু করেছে। ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে নতুন 28 দিনের প্ল্যানটি আপডেট করা হয়েছে।এয়ারটেলের 128 টাকার প্ল্যানে 28 দিনের মেয়াদ পাবেন। এই প্ল্যানে কোনও টকটাইম, ডেটা বা এসএমএস-এর (SMS) সুবিধা নেই। এই রিচার্জের পর স্থানীয় এবং এসটিডি (STD) কলিংয়ের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে দিতে হবে। অন্যদিকে স্থানীয় এবং এসটিডি এসএমএসের জন্য যথাক্রমে 1 এবং 1.5 পয়সা করে কাটা হবে।

সেই সঙ্গে আপনি ডেটাও ব্যবহার করতে পারবেন 50 পয়সা / MB করে কাটা হবে।


4
17161 views