logo

দাঁতনের ধানহেলিয়া গ্রামের যুবক খু/ন হলো কলকাতায়,অভিযোগ পরিবারের!

দাঁতনের ধানহেলিয়া গ্রামের যুবক খু/ন হলো কলকাতায়,অভিযোগ পরিবারের!

কলকাতার উত্তরপাড়ায় সোনার দোকানের কাজে গিয়েছিলেন যুবক। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর ছেলেকে খুনের অভিযোগ আনল পরিবার। জানা গেছে, মৃত যুবক শুভঙ্কর পাত্রের বাড়ি দাঁতনের আইঁকোলা পঞ্চায়েতের ধানহেলিয়া গ্রামে।
ভাড়া বাড়ি থেকে গলায় গামছা দেওয়া অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল দাঁতনের ওই যুবকের। বুধবার পুলিশ দেহ উদ্ধার করে দেহ ময়নাতদন্তে পাঠায়।। মৃত্যু নিয়ে প্রথম থেকেই সন্দেহ প্রকাশ করেছিল পরিবার। বৃহস্পতিবার তারা জানালেন, ছেলেকে কেউ বা কারা খুন করেছে। দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা।
জানা গেছে,গত তিন বছর ধরে উত্তরপাড়ার একটি জুয়েলার্স দোকানে কাজ করছিলেন যুবক। একটি ভাড়া বাড়িতে থাকতেন। গ্রামের আরও কয়েকজন যুবক কাজ করতেন। পরিবার জানাচ্ছে, মৃত্যু স্বাভাবিক নয়। পা মাটিতে লেগেছিল। কীভাবে মৃত্যু হয়েছে জানা যায়নি। তবে খুন করা হয়েছে বলে তাদের দাবি। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারটি।

0
25 views