এগরা-কাঁথি নতুন রেল লাইনের অনুমোদন দিলেন রেল মন্ত্রী!পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক বড়সড় ঘোষণা রেল মন্ত্রীর।
এগরা-কাঁথি নতুন রেল লাইনের অনুমোদন দিলেন রেল মন্ত্রী!
পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক বড়সড় ঘোষণা রেল মন্ত্রীর। যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবি মেনে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে পাঁচটি নতুন রেল লাইন প্রকল্পের নির্মাণকাজে সবুজ সংকেত দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারত, বিকশিত বাংলা' গড়ার লক্ষ্যে এই প্রকল্পগুলি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন রেল লাইনগুলি হলো:-
১)কাঁথি-এগরা নতুন রেল লাইন
২)নন্দকুমার-বলাইপন্ডা নতুন রেল লাইন
৩)নন্দীগ্রাম-কেন্দামারি (নয়াচর) নতুন রেল লাইন
৪)বোয়াইচণ্ডী-আরামবাগ এবং বোয়াইচণ্ডী – খানা নতুন রেল লাইন
৫)বাঁকুড়া (কলাবতী)-পুরুলিয়া (হুড়া হয়ে) নতুন রেল লাইন।
এই নতুন রেলপথগুলি চালু হলে দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলোর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।