logo

বেলদাতে সরস্বতী পুজো উপলক্ষে মহিলা পুরোহিত দিয়ে গণবিবাহের আয়োজন করলো বেলদা ক্লাব!

বেলদাতে সরস্বতী পুজো উপলক্ষে মহিলা পুরোহিত দিয়ে গণবিবাহের আয়োজন করলো বেলদা ক্লাব!

সরস্বতী পুজো উপলক্ষ্যে বেলদা ক্লাব গণবিবাহের আয়োজন করেছিলো। সোমবার ১২জোড়া যুগলের বিয়ে দেওয়া হয়। বাজনা বাজিয়ে, শোভাযাত্রা করে বিয়ের আয়োজন ছিলো জমজমাট। নব দম্পতিদের সোনার গহনা থেকে প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়েছে। এদিন সন্ধ্যায় বেলদা গান্ধী পার্কে বেলদা ক্লাবের অনুষ্ঠান মঞ্চে ছিল বিবাহের আয়োজন। এদিন নববধূ তথা যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে সেলাই মেশিনও দেওয়া হয়েছে। সমস্ত নিয়ম মেনেই বিয়ের আয়োজন ছিলো এদিন। এবছর বেলদা ক্লাব চমক রেখেছিলো মহিলা পুরোহিত দিয়েই বিয়ের ব্যবস্থা করা। এদিন সমস্ত ধর্মীয় রীতি মেনে মহিলা পুরোহিত ১২ জোড়া যুগলের বিয়ে দেন। এবছর পনেরো বছরে পড়লো এই আয়োজন। এদিন ছিলো বরযাত্রী ও কনেযাত্রী-সহ অন্যদের ভোজনের ব্যবস্থা। বেলদা গান্ধী পার্কে গণবিবাহ দেখতে অনেকেই ভিড় জমান এদিন। প্রতিবছর বেলদা ক্লাব একাধিক সামাজিক কর্মসূচি নিয়ে থাকে। ক্লাবটি জানাচ্ছে, আর্থিক দিক থেকে অস্বচ্ছল পরিবারের যুবক যুবতীদের সমস্ত উপকরণ দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। বেশ কয়েকবছর ধরে চলে আসছে এই উদ্যোগ। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট-সহ ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সহ সভাপতি দুলাল দে প্রমুখ।

1
782 views