logo

রানাঘাটে কবি সংবর্ধনা

নদীয়ার রানাঘাটে কবি সংবর্ধনা হয়ে গেল রবিবার। বহুমুখী প্রতিভাধর কবি স্নেহাশীষ মুখার্জিকে সংবর্ধনা দেওয়া হয়।
স্নেহাশীষ মুখার্জি প্রায় পাঁচ শতাধিক কবিতা লিখেছেন এছাড়াও প্রবন্ধ গল্প লিখে চলেছেন। এছাড়াও তিনি স্কুলের প্রধান শিক্ষক,মুখাভিনেতা অঙ্কনশিল্পী, নাট্যাভিনেতা ও নৃত্যেও প্রতিভা ধরে রেখেছেন।

0
509 views