
কেশিয়াড়ীতে আগুনে বাড়ি পুড়ে যাওয়া দুই অসহায় পরিবারের পাশে বিধায়ক!
কেশিয়াড়ীতে আগুনে বাড়ি পুড়ে যাওয়া দুই অসহায় পরিবারের পাশে বিধায়ক!
কেশিয়াড়িতে বিধ্বংসী আগুনে বাড়ি পুড়ে যাওয়া দুই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক। আশ্বাস দিলেন সরকারি বাংলা আবাস যোজনার পাইয়ে দেওয়ার। প্রসঙ্গত শনিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছিল কেশিয়াড়ির নছিপুর ও কুসুম পুরে দুটি বাড়ি। নছিপুরে গ্যাস সিলিন্ডার লিক করে ঝাড়েশ্বর রাউত এর দোকান সহ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।একই সাথে কেশিয়াড়ির কুসুমপুর এলাকায় ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়ে যায় অন্নদা ভোল ও রাকেশ ভোলের একটি বড় মাটির বাড়ি। ওই মাটির বাড়িতে একই পরিবারের প্রায় ১৫ জন সদস্য থাকতেন। ইলেকট্রিকের শর্ট-সার্কিট এর ফলে বাড়ি পুড়ে যাওয়ায় এক প্রকার দিশেহারা হয়ে গিয়েছে পরিবারটি। খবর পেয়ে রবিবার কুসুমপুরে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ান কেশিয়াড়ীর বিধায়ক পরেশ মুর্মু। পরিবারের সকল সদস্যদের কাছে থাকার আশ্বাস দেন তিনি সেইসঙ্গে সরকারি সকল সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার ও প্রতিশ্রুতি দেন বিধায়ক। এরপর তিনি নছিপুরে যান এবং ঝাড়েশ্বর রাউতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক জানান অত্যন্ত দুঃখজনক ঘটনা পরপর দুটি বাড়ি পুড়ে যাওয়ায় এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে পরিবারগুলি। আমাদের সরকার তাদের পাশে থাকবে। সেই সঙ্গে বিধায়ক বলেন কেশিয়াড়ির বিডিও সহ ডি এম কে এই দুই পরিবার যাতে বাংলা আবাস যোজনার বাড়ি পায় তার জন্য আবেদন জানিয়েছি।