logo

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস!

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস!
পূর্ব মেদিনীপুর জেলার আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে উড়লো সবুজ আবির। সবকটি আসনে হেরে পর্যদুস্ত হলো গেরুয়া শিবির। আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বারোটি আসনের নির্বাচনে 12 টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি, তৃণমূল এবং বামেরা বারোটি করে প্রার্থী দিয়েছিলো। তবে শেষ হাসি হাসলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সমস্ত আসনে জয় লাভ করে নন্দীগ্রামে উড়লো সবুজ আবির। জয়ের পর সবুজ আবীর মেখে বিজয় মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেস সমর্থিত জয়লাভকারী প্রার্থীরা। পাশাপাশি ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত কাজলাগড় এলাকায় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করলো তৃণমূল। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। মোট ২১টি আসনের মধ্যে ১ টি আসনে নির্বাচন হয়নি। বাকি ২০টি আসনের মধ্যে মাত্র ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়।
নির্বাচিত ৫টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং ১টি আসনে জয়লাভ করে বিজেপি। অবশিষ্ট ১৫টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এই নির্বাচনে মহিলা সদস্যদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফলাফল ঘোষণা হতেই আবির খেলায় মাতেন তৃণমূল কর্মীরা। নির্বাচনে জয়লাভকারী সমস্ত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিনচন্দ্র মণ্ডল। তিনি বলেন, এই জয় মানুষের বিশ্বাস ও সমর্থনের প্রতিফলন। আগামী দিনে এই সমবায় সমিতির মাধ্যমে মহিলা সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়া হবে।

0
0 views