logo

মোহনপুরে মহিলার সঙ্গে খারাপ আচরণে বাধা দেওয়ায় যুবকে পিটিয়ে খু/নের অভিযোগ!

মোহনপুরে মহিলার সঙ্গে খারাপ আচরণে বাধা দেওয়ায় যুবকে পিটিয়ে খু/নের অভিযোগ!
মদ খাওয়া নিয়ে ঝামেলার জেরে মারধরের ঘটনা। তার দুদিন পরে মৃত্যু হল যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর এলাকায়। জানা গেছে, মোহনপুরের বোড়াই এলাকার ঘটনা। মৃত্যু হয়েছে রঞ্জন দাস(২৮) নামে এলাকার এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৫ জানুয়ারি রাতে বোড়াই এলাকার আদিবাসী পাড়ায় মদ্যপ অবস্থায় গিয়েছিলেন দুজন। অভিযোগ গোপাল দে এক আদিবাসী মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করায় রঞ্জন প্রতিবাদ করে। তখনই গোপাল মদ্যপ অবস্থায় মারধর করে রঞ্জনকে। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও পরের দিন অসুস্থ হয়ে পড়ে রঞ্জন। গোপাল খবর পেয়ে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে চিকিৎসার পর বাড়ি ফিরেছিল রঞ্জন। শনিবার ফের অসুস্থ হলে তাকে মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়। যারপরেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানাচ্ছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

4
379 views