logo

দাঁতনে দীর্ঘ আন্দোলনের পর জগন্নাথ এক্সপ্রেস ট্রেন পুনরায় পেল স্টপেজ!

দাঁতনে দীর্ঘ আন্দোলনের পর জগন্নাথ এক্সপ্রেস ট্রেন পুনরায় পেল স্টপেজ!
অবশেষে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ পেতে চলেছে দাঁতন স্টেশন। দক্ষিণ পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি ঘিরে খুশির ঢেউ দাঁতনে। দীর্ঘ আন্দোলনের জয় বলে দাবি এলাকার মানুষ ও প্রশাসনের। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের বক্তব্য, প্রায় ১৯টি চিঠির পর রেল এমন সিদ্ধান্ত নিয়েছে। ছিল সংসদে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার দরবারও।
স্থানীয়রা জানাচ্ছেন, ২০২০সালের মার্চ মাস নাগাদ করোনার জেরে ট্রেনটি তুলে নিয়েছিলো রেল দপ্তর। তারপরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ আর দেয়নি। স্টপেজ পাওয়ার দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। রেল অবরোধ, স্মারকলিপি-সহ ঘেরাও আন্দোলন করেছে স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে তৃণমূল। ১৬ জানুয়ারির রেলের একটি বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, শীঘ্রই হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেস দাঁতনে দাঁড়াবে। এতেই খুশি এলাকার মানুষ। তবে বিজ্ঞপ্তিতে জানা যায়নি কবে থেকে এই ট্রেনের স্টপেজ পাবে দাঁতন। সে নিয়ে যদিও খুশির পাশাপাশি উদ্বেগ রয়েছে।

10
405 views