logo

EXCLUSIVE:-বেলদায় স্ব-সহায়ক দলের এক মহিলাকে বের করে দেওয়ার অভিযোগ!

বেলদায় স্ব-সহায়ক দলের এক মহিলাকে বের করে দেওয়ার অভিযোগ!
স্ব-সহায়ক দলের এক মহিলাকে দল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো দলেরই মহিলাদের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত তুতরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের। জবা স্ব সহায়ক দলের সদস্যা বৃষ্টি দে মাইতিকে দল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো দলেরই সদস্যাদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দলের সদস্যারা। তাদের বক্তব্য বৃষ্টি মাইতি একবার গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলো। তাকে গ্রামের মানুষজন ধরে নিয়ে এসেছে। এরপর আমরা তাকে বহুবার ডেকেছি। তার জমানো অর্থ ফেরত নেওয়ার জন্যও। কিন্তু বৃষ্টি দে মাইতি আসেনি বলে দাবি জবা স্ব সহায়ক দলের সদস্যাদের। যদিও বৃষ্টি দে মাইতির বক্তব্য, তাকে কোনোরকম না জানিয়েই দল থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তিনি তার পাসবইতে জমানো অর্থ বারবার চাইতে গেলেও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ব্যাংকের লোন নিয়েও এদিন ব্যাংক ম্যানেজারকে একটি দরখাস্ত দিয়েছেন। সেই সঙ্গে গোটা ঘটনার কথা জানিয়েছেন স্ব সহায়ক দলের সংঘ নেত্রীকেও

2
58 views