logo

খড়্গপুরে ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্ক এবং সংশয়ে প্রয়াত সেনার কর্মী স্ত্রী!ভোটার তালিকায় নাম না থাকায় চরম অনিশ্চয়তায় রয়েছেন

খড়্গপুরে ২০০২ সালে ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্ক এবং সংশয়ে প্রয়াত সেনার কর্মী স্ত্রী!
ভোটার তালিকায় নাম না থাকায় চরম অনিশ্চয়তায় রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীর স্ত্রী ও প্রাক্তন ক্রীড়াবিদ স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়। অথচ নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিলো এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন।
বর্তমানে খড়গপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নিউটাউন এলাকার বাসিন্দা এই বিধবা মহিলা ভোটার তালিকায় নাম না থাকায় এনুমারেশন ফর্ম পাননি। পরে চলতি এসআইআর প্রক্রিয়ায় ৬ নম্বর ফর্ম জমা দিলেও নাম অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন। তাঁর আশঙ্কা, ভোটার তালিকায় নাম না থাকলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। আর সেটা যদি বন্ধ হয় তাহলে পথে বসতে হবে বলে আশঙ্কায় রয়েছেন খড়গপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই মহিলা।
তিনি অভিযোগ করেন, স্থানীয় সিপিএম কাউন্সিলরের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি। পরে তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ওয়ার্ড সভাপতি শংকর মিশ্রের সহায়তায় তিনি ফর্ম পূরণ করতে সক্ষম হন।
তিনি জানিয়েছেন খড়গপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দেবলপুরের ১৭৪ নম্বর বুথের ভোটার হিসাবে তার ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। এমনকি ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি দেবলপুর এলাকার ১৭৪ নম্বর বুথে ভোটার হিসাবে ভোটও দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তার মায়ের অসুস্থতার কারণে না থাকায় ভোট দিতে পারেননি। এরপরেই ভোটার লিস্ট থেকে তার নাম উধাও হয়ে যায়। তাই ভোটার লিস্টে নাম না থাকার কারণে এনুমারেশন ফর্ম‌ও পাননি তিনি।
এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়।

6
252 views