logo

বেহাল রাস্তা হাল ফিরতে চলেছে বিধায়ক অখিল গিরির হাত ধরে।

বেহাল রাস্তা হাল ফিরতে চলেছে বিধায়ক অখিল গিরির হাত ধরে।
রামনগর বিধানসভায় এলাকার বালিসাই পঞ্চায়েতে পথশ্রী রাস্তাশ্রী রাস্তার উদ্বোধনে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।।

1
132 views