আত্মরক্ষার্থ প্রশ্নে, হিন্দুদের বিদ্যা আছে অর্থ আছে কিন্তু ইউনিটি নেই' স্বামী ধ্যানেশ্বর মহারাজ
আজ নদীয়ার চাকদহ থানার শিমুরালী হিন্দু মহামিলন সংঘে বার্ষিক অনুষ্ঠানে হোম যজ্ঞ ও দীক্ষা প্রদান করা হয়। এছাড়া প্রসাদ গ্ৰহনের ব্যাবস্থা করা হয়।
দীক্ষা প্রদান করেন মহারাজ ধ্যানেশ্বর নন্দ। তিনি সাক্ষাৎকারে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে বলেন,'হিন্দুদের বিদ্যা আছে অর্থ আছে কিন্তু নেই শুধু ইউনিটি'। ইউনিটি নেই যে জাতির তার তো এই অবস্থাই হবে।