logo

আজ শিমুরালী শচীনন্দন বিএড কলেজে উদ্ধোধন হলো শিক্ষামেলা

প্রদীপ মৈত্র:-আজ নদীয়ার চাকদহ থানার শিমুরালী শচীনন্দন বিএড কলেজে চারদিনব্যাপী শিক্ষামেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন হলো।উদ্বোধক নদীয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ শঙ্কর সিংহ।
উক্ত মেলায় প্রাক্তনী সংসদের সভাপতি গোপাল স্বর্ণকার জানালেন গতবছর এপ্রিল মাসে এই কলেজে শিক্ষাকে মেলা হয়েছিল।এবছর আগেই করা হলো কারণ এখন স্টুডেন্ট উইক যখন চলছে তাই এই সময় করা হলো। যদিও আমরা প্রাক্তনীরা কখনই নিজেদের প্রাক্তন বলে মনে করিনা। আগামী ১১জানুয়ারী রবিবার রি-ইউনিয়ন বা পুনর্মিলন উৎসব দিয়ে শেষ হবে।তাই সকল প্রাক্তনীদের ও শিমুরালীবাসীদের এই মেলাতে উপস্থিত থাকার আবেদন জানাচ্ছি।

13
925 views