logo

আজ ওড়িশার ভোগরাই তে মহাউৎসবের চতুর্থ দিনে কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করে মঞ্চ মাতালেন ড: সত্য সুন্দর সামন্ত।

আজ ওড়িশার ভোগরাই তে মহাউৎসবের চতুর্থ দিনে কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করে মঞ্চ মাতালেন ড: সত্য সুন্দর সামন্ত। মঞ্চে উপস্থিত ছিলেন ড: সন্তোষ কুমার পাত্র, শ্রীকুমার বাবু ও অন্যান্য কবি বৃন্দ। সত্য সুন্দর বাবু বক্তব্য দেওয়ার পাশাপাশি স্বরচিত The River কবিতা টি পাঠ করেন। মঞ্চে উপস্থিত সকলকে একটি করে বই উপহার দেন। শ্রীকুমার বাবু গোলাপ ফুল দিয়ে সত্য সুন্দর বাবুকে সম্মানিত করেন।

4
58 views