logo

জিরিবামে নিখোঁজ বৃদ্ধ, শীত নিবারণে আগুন পোহানোর সময় শেষবার দেখা যায়

জিরিবামে নিখোঁজ বৃদ্ধ, শীত নিবারণে আগুন পোহানোর সময় শেষবার দেখা যায়

জিরিবাম (মণিপুর):
জিরিবাম জেলার মুল্লারগাঁও এলাকায় এক বৃদ্ধ ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম লোধো মিয়া। তিনি মুল্লারগাঁওয়ের প্রাক্তন প্রধান ফইজ আহমেদের চাচা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৩ তারিখ রাত আনুমানিক ১২টার সময় শেষবারের মতো এলাকাবাসী তাঁকে দেখতে পান। ওই সময় তিনি ধানক্ষেতের পাশে অবস্থিত খড়ের তৈরি কুঁড়েঘরের সামনে শীত নিবারণের উদ্দেশ্যে আগুন পোহাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন পোহানোর পর তিনি বাড়ির দিকে রওনা দেন বলে ধারণা করা হয়। তবে এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে নেমেছেন।

শীতের মৌসুমে একজন বয়স্ক মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি উঠেছে।

কেউ যদি লোধো মিয়াকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ নম্বর
9612380850
8837417165

প্রতিবেদন: নুর হুসাইন
AIMA Media | জিরিবাম
জ বৃদ্ধ, শীত নিবারণে আগুন পোহানোর সময় শেষবার দেখা যায়

জিরিবাম (মণিপুর):
জিরিবাম জেলার মুল্লারগাঁও এলাকায় এক বৃদ্ধ ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম লোধো মিয়া। তিনি মুল্লারগাঁওয়ের প্রাক্তন প্রধান ফইজ আহমেদের চাচা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ৩ তারিখ রাত আনুমানিক ১২টার সময় শেষবারের মতো এলাকাবাসী তাঁকে দেখতে পান। ওই সময় তিনি ধানক্ষেতের পাশে অবস্থিত খড়ের তৈরি কুঁড়েঘরের সামনে শীত নিবারণের উদ্দেশ্যে আগুন পোহাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুন পোহানোর পর তিনি বাড়ির দিকে রওনা দেন বলে ধারণা করা হয়। তবে এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে নেমেছেন।

শীতের মৌসুমে একজন বয়স্ক মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ দিন দিন বাড়ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি উঠেছে।

কেউ যদি লোধো মিয়াকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ নম্বর
9612380850
8837417165

প্রতিবেদন: নুর হুসাইন
AIMA Media | জিরিবাম

5
47 views