ভয়াবহ হেলিকপ্টার দু.র্ঘ.ট.না আমেরিকার দুর্গম পার্বত্য অঞ্চল অ্যারিজোনায়। সকাল ১১টা নাগাদ ফিনিক্স থেকে ১০৩ কিলোমিটার পূর্বে
ভয়াবহ হেলিকপ্টার দু.র্ঘ.ট.না আমেরিকার দুর্গম পার্বত্য অঞ্চল অ্যারিজোনায়। সকাল ১১টা নাগাদ ফিনিক্স থেকে ১০৩ কিলোমিটার পূর্বে অবস্থিত টেলিগ্রাফ কেনন অঞ্চলে আছড়ে পড়ে কপ্টারটি। ম.র্মা.ন্তি.ক এই ঘটনায় হেলিকপ্টারে থাকা ৪ সওয়ারির মৃ.ত্যু হয়েছে। কী কারণে এই দু.র্ঘ.ট.না তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।