logo

অন্যতম মিলনোৎসব গঙ্গাসাগর মেলা। ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু-সন্ন্যাসীরা একত্রিত হন।

আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্যতম মিলনোৎসব গঙ্গাসাগর মেলা। ধর্মীয় উৎসবকে ঘিরে গোটা দেশের সাধু-সন্ন্যাসীরা একত্রিত হন। বিপুল ভিড়, পুজো দেওয়া, হরেক সামগ্রী বিকিকিনিতে বাংলার অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাড়তি পরিবহণের ব্যবস্থা থাকে। তবে এবছর রেলের তরফে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হলো। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করেন বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। ইএমইউ ও মেলা স্পেশাল ট্রেন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এছাড়া সুরক্ষার জন্য নতুন করে আরও কয়েকদফা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0
0 views