logo

এগরার তরোয়ালের আঘাতে আহত হলেন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর বন্ধু, ডাকাতদের ধরলো গ্রামবাসীরা!

এগরার তরোয়ালের আঘাতে আহত হলেন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর বন্ধু, ডাকাতদের ধরলো গ্রামবাসীরা!

এগরার জুমকি এলাকায় ভয়াবহ ডাকাতির ছক বানচাল করলেন গ্রামবাসীরা। ডাকাত দল তরোয়াল দিয়ে সোনা দোকানি সহ এক জনকে জখম করেছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মহকুমা পুলিশের SDPO ও এগরা থানার IC সহ বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, রাত ১০ টা নাগাদ এগরার জুমকি এলাকার সোনা ব্যাবসায়ী যীশু কামিল্যা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।সেই সময় একটি বাইকে তিন জন হটাৎ করে যীশু কামিল্যার হাতের ব্যাগ নিয়ে চম্পট দেয়। যীশু আটকাতে গেলে তাকে তরোয়াল দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তিনি তখন বন্ধু সান্টু জানাকে ফোন করেন। বন্ধু সান্টু জানা চাটলা বাজারের উপর বাইকটি আটকাতে চেষ্টা করেন।তাকেও তরোয়াল দিয়ে মাথায় আঘাত করে ডাকাতের দল। ততক্ষনে বাজারের লোকজন ও গ্রামবাসীরা ছুটে আসেন। তিন জন ডাকাত নিজেদের বাইক, তরোয়াল, জুতো, ও গায়ের জ্যাকেট খুলে চম্পট দেয়। পাশেই ১ কিলোমিটারের মধ্যেই উড়িষ্যার বর্ডার। খবর পেয়ে ঘটনাস্থলে এগরার SDPO, এবং এগরা থানার IC সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছোয়। রাতেই পুলিশ বাহিনী গোটা গ্রাম সহ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে। আহত দুজনকে চিকিসৎসা করানো হয়েছে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে

5
415 views