logo

বিশ্ব ইজতেমা হুগলি জেলার বাইনানিতে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো ।


হুগলি জেলার বাইনানিতে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা। ভোর থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির আগমনে ইজতেমা ময়দান পরিণত হয় এক বিশাল ঈমানি সমাবেশে।

ইজতেমায় কুরআন তিলাওয়াত, জিকির-আযকার, নামাজ ও গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ানের মাধ্যমে মুসল্লিদের দ্বীনি চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়। বয়ানে বিশেষভাবে নামাজ কায়েম, চরিত্র সংশোধন, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর জোর দেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে চিকিৎসা পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ছিল পর্যাপ্ত। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল কড়া, ফলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সার্বিকভাবে, হুগলি বাইনানির বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও আয়োজক কমিটি।

16
359 views