logo

বিদ্যালয়ের বিনা অনুমতিতে যাত্রাদলের প্রবেশ প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা একটি যাত্র দলকে বিদ্যালয়ের কক্ষে রাখার নিয়ে এলাকায় সমস্যা তৈরি হয়েছে। ওই এলাকা সূত্রে জানা গেছে এক পঞ্চায়েত সদস্য ওই যাত্রা দলকে ইস্কুলে রাখার অনুমতি দিয়েছিল, এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ধনেশ্বরপুর চন্ডী প্রাথমিক বিদ্যালয়, জানা গেছে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষে যাত্রা দলের জন্য রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং বিছানা বেডিং পত্র রাখা ছিল। শ্রেণিকক্ষের টেবিল চেয়ার সরিয়ে যাতা দল শ্রেণীকক্ষে রান্না খাওয়া দেওয়ার ব্যবস্থা করেছিল পরে এলাকার বাসিন্দারা জানতে পেরে চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষককে অভিযোগটি জানান। প্রধান শিক্ষক প্রথম থেকে এই বিষয়ে তার কোন জানা ছিল না, এই ঘটনার পরে প্রধান শিক্ষক এসে ওই যাত্রদলকে বিদ্যালয় থেকে চলে যেতে বলেন,

0
0 views