logo

এগরায় পথ দুর্ঘটনায় মৃ/ত্যু হল বালিঘাই-এর মধু চানাচুরের মালিকের,আ/হ/ত এক!

এগরায় পথ দুর্ঘটনায় মৃ/ত্যু হল বালিঘাই-এর মধু চানাচুরের মালিকের,আ/হ/ত এক!

পথ দুর্ঘটনায় মৃ/ত্যু হল এক বাইক আরোহীর। বালিঘাই-এর মধু চানাচুর ও বাবুর বাজারের মালিক মধুসুদন মাইতির পথ দুর্ঘনায় মৃ/ত্যু হয়। মৃ/ত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। জানা গেছে। সোমবার রাতে এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাকারঘাটে একটি দুর্ঘটনায় একজনের মৃ/ত্যু হয়। আর একজনকে গুরুতর জখম অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত ১২ টা নাগাদ পাকারঘাট বাসষ্ট্যান্ড সংলগ্ন কাঁথি- বেলদা সড়কের ওপর। বাইকের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কায় বাইক আরোহী দুজনের মধ্যেই একজনের ঘটনাস্থলেই মৃ/ত্যু হয়। অপরজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয়েছে। আহত ব্যক্তির নাম শিবশঙ্কর খাটুয়া। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0
0 views