পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতায় এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো,
নিজস্ব সংবাদদাতা পুরস্কার বিতরণী একটি সভার আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এনলেস লা সিং অ্যাকাডেমি মেধা অন্বেষণ এর লক্ষ্যে অভীক্ষার পুরস্কার সভায় বিশিষ্ট ব্যক্তি শিক্ষাবিদ মাননীয় সুভাষ চট্টোপাধ্যায় এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন ধনঞ্জয় পাল মহাশয় অলক মন্ডল ফাল্গুনী রায় এবং শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীর অভিভাবক এই পুরস্কার ভিতরে নিয়ে সভায় সবাই একত্রে হয়ে উপস্থিত হয় এই কর্মসূচি সাফল্য করে তোলেন এবং উৎসাহিত হয়ে এই পুরস্কার বিতরণী সভা আরম্ভ করা হয় পাশাপাশি দুস্থ ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়ে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকেরা উপস্থিত থেকে মনোরঞ্জন করে তোলে এই সভাকে। এই অনুষ্ঠানের মূল সঞ্চালক ছিলেন শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায়।