logo

পূর্ব মেদিনীপুর জেলার এগরা মানগোবিন্দ দুয়ারী বয়স ১০১ বছর উপলক্ষে জন্মদিন দিবস পালন,

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা দু নম্বর ব্লকের দুবদা গ্রামের স্থানীয় বাসিন্দা মানগোবিন্দ দুয়ারী উনার এখন বয়স হল ১০১ বছর। বিশেষ এই দিনকে সামনে রেখে মহাসমাবহে পালিত হল ১০১ তম জন্মদিন দিবস, মান গোবিন্দর বাবুর বাড়িতে বসে থাকার ইচ্ছে নেই এই বয়সেও তিনি নারকেল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, কোনদিনও তিনি বাড়িতে বসে থাকেন নি তার এই অভ্যাস এবং শখ, পরিবারের লোকেরা বারণ করা সত্ত্বেও তিনি নিয়মিত বাজারে যান এবং নারকেল বিক্রি করেন। পরিবারের সদস্য মোট ৫০ জন এর মধ্যে অনেকে কর্মসূত্রে বাইরে কাজে থাকেন আবার কেউ আবার বাড়িতেও থাকেন, তবে ১০১ বছরের জন্মদিনে হাজির ছিলেন বাইরে থাকা সবাই মান গোবিন্দ বাবুর নাতি- নাতনিরা সবাই এই জন্মদিনে কেক কেটে নতুন পোশাক দাদুকে সাজিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে , মান গোবিন্দ বাবুর বাড়ির লোকেরা নাম সংকীর্তন এর মাধ্যমে এই জন্মদিন অনুষ্ঠান সম্পন্ন করেন, দীর্ঘ আয়ু এই ব্যাগটি মানগোবিন্দ দুয়ারী আরো অনেক বছর বাঁচবে বলে ঠাকুরের এই সংকীর্তনের আয়োজন,

0
36 views