ওড়িশার সম্বোলপুরে বিগত কয়েক বছর ধরে কাজ করতেন রাজমিস্ত্রির সুতি থানার মধুপুরের বাসিন্দা সানুয়ার হোসেন
ওড়িশার সম্বোলপুরে বিগত কয়েক বছর ধরে কাজ করতেন রাজমিস্ত্রির সুতি থানার মধুপুরের বাসিন্দা সানুয়ার হোসেন
সঙ্গে ছিলেন আরো দুই বন্ধু তাদের মধ্যে একজনের মৃত্যু হয় নাম তার জুয়েল রানা গতকালকে তার মৃত্যু থেকে বাড়ি ফেরে সুতির মধুপুরের বাসিন্দা সানোয়ার হোসেন আহত অবস্থায় অসুস্থ হয়ে বাড়ি বাড়ি ফিরলেন।
বিড়ি চাইবার বাহানায় এসেছিল বেশ কিছু দুষ্কৃতি । তারপরে তিনি জিজ্ঞাসাবাদ করেন তোমরা হিন্দু না মুসলিম তোমাদের আধার কার্ড দেখাও তোমরা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান তাদেরকে আধার কার্ড দেখানো হয় তারপরে মারধর শুরু হয় এবং একজনের মৃত্যু হয় দুজন আহত একজনের বাড়ি মালদা নাম আখেনুর শেখ অসুস্থ হয়ে বাড়ি ফেরেন ও আরেকজনের বাড়ি সুতির মধুপুর তিনি আজ বাড়ি ফেরেন গুরুতর অসুস্থ অবস্থায়