logo

পূর্ব মেদিনীপুর জেলা দিঘা কোস্টাল থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার পেল ২২ জন পর্যটক। ট্রলারে থাকা,

নিজস্ব সংবাদদাতা দক্ষিণ 24 পরগনা পাথরপ্রতিমা থেকে বেশ কয়েকজন একটি টলার ভাড়া করে দীঘার উদ্দেশ্যে বেড়াতে আসার পথে হঠাৎই ওই ট্রলারটি বিকল হয়ে পড়ে চারিদিকে শুধু জল ওই ট্রলারের মধ্যে মোট 22 জন পর্যটক ছিল। তারা সবাই বিপদের সম্মুখীন হয়ে পড়ে, পূর্ব মেদিনীপুর দিঘা কোস্টাল থানার পুলিশের সহযোগিতায় উদ্ধার পেল ওই ২২ জন পর্যটক, সবাইকে নিরাপত্তার জায়গায় নিয়ে আসা হয় এবং সুরক্ষিত জায়গায় তাদের রাখা হয়। জানা গেছে দিঘার পৌঁছানোর ঠিক আধঘন্টা আগেই ট্রলারটি বিকল হয়ে পড়ে, দিঘার কোস্টাল থানার পুলিশকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। এবং প্রশংসাও করেছেন পুলিশের। আজকে কোস্টাল থানার পুলিশ ওদেরকে উদ্ধার যদি না করতো তাহলে হয়তো ট্রলারটি বিপদের সম্মুখীন হয়ে পড়তো, তাই পুলিশের পঞ্চমুখ প্রশংসা সবারই মুখে, এছাড়া হেল্প লাইনের ব্যবস্থাও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে তরফ থেকে করা হয়েছে। সব সময় পূর্ব মেদিনীপুর পুলিশের তরফ থেকে সজাগ রয়েছে সাধারণ পর্যটকের ওপর নজর রয়েছে। যাতে করে পর্যটক কোন বিপদে না পড়ে তাহার জন্য পুলিশের এই উদ্যোগ,,,

0
35 views