স্যার রাসবিহারী ঘোষের 181 তম জন্মজয়ন্তী উদযাপন পালিত হলো পূর্ব বর্ধমান জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে,
বর্ধমান নিজস্ব সংবাদদাতা ১৮১ তম জন্মজয়ন্তী উদযাপন স্যার রাজবিহারী ঘোষের প্রথমবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পরিচালনায় এবং উদ্যোগে পালিত করা হলো, এই জন্মজয়ন্তী শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশেষ ব্যক্তিগণ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম শংকর মন্ডল, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার শায়ক দাস অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিংহ দক্ষিণ বর্ধমানের মহকুমা শাসক বুদ্ধদেব পাল উত্তর বর্ধমান এ মহকুমা শাসক রাজশ্রী মহাশয় এছাড়া আনও অনেক বিশিষ্ট প্রশাসনের পক্ষ থেকে করবিরা উপস্থিত থেকে এই কর্মসূচি সম্পূর্ণ করেন,