logo

১১১ তম আশ্রম প্রতিষ্ঠা শতবর্ষ ভক্ত সম্মেলন অনুষ্ঠান কর্মসূচী পশ্চিম মেদিনীপুর জেলা গরবেতা,

নিজস্ব সংবাদদাতা আশ্রম প্রতিষ্ঠার শত বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রায় মধ্যে দিয়ে সর্ব ভৌম ভক্ত সম্মেলন অনুষ্ঠানের কর্মসূচি পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা এক নম্বর ব্লকের 12 নম্বর অঞ্চলের খরকুশ মাতে, এই শতবর্ষ সম্মেলন উদযাপন হল ১১১ তম এই কর্মসূচিতে বহু মানুষ উপস্থিত ছিলেন এলাকার, উপস্থিত ছিলেন গরবেতা বিধায়ক মাননীয়া উত্তরা সিংহ হাজরা বিশিষ্ট সমাজসেবী মাননীয় অসীম সিংহ রায় মহাশয়। এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন, এই অঞ্চলের গোটা এলাকা জুড়ে পরিক্রমা করেন,

0
46 views