logo

দীঘার পর্যটকদের জন্য বিশেষ হেল্প লাইন নাম্বার চালু করলেন জেলা পুলিশের তরফ থেকে,7047989800

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং সহযোগিতায় চালু হলো বিশেষ হেল্প লাইনের ব্যবস্থা জনপ্রিয় কেন্দ্র হল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা দিঘা। দীঘায় আসা পর্যটকদের নিরাপত্তা সুরক্ষিত রাখার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ, কোন পর্যটক দিঘায় বেড়াতে এসে যদি কোন প্রতারণা শিকার কোন জিনিসপত্র হারিয়ে যাওয়া এই ধরনের কোন সমস্যায় পড়ে তার জন্য সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করতে পারবে পর্যটকরা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন পর্যটকদের দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে এই বিশেষ নাম্বার চালু করা হয়েছে পর্যটকদের অভিযোগ বা ফোন পেলে সংশ্লিষ্ট থানা ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেয়া হয়েছে। বিশেষ হেল্প লাইনের নাম্বার হল 7047989800, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে জেলা বাসিন্দারা এবং দীঘায় বেড়াতে যারা এসেছেন পর্যটক তারা সবাই সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন পুলিশের এই সাধারণ মানুষের পাশে থাকার জন্য,

0
0 views