logo

পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মীদের দাবি

প্রদীপ মৈত্র:-পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলার জঙ্গী ব্লকে আশা কর্মীদের স্থায়ী করণ,শ্রমকোড বাতিল, ২৬০০০/-টাকা নূন্যতম মজুরি,বকেয়া ইনসেনটিভের টাকা প্রদান,বাড়তি কাজের বোঝা কমানো সহ অন্যান্য দাবি ও অন্যান্য দাবিতে জলঙ্গী ব্লকে অবস্থান ও ডেপুটেশন হয়।এই অবস্থান ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী স্বাস্থ্য ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিন সহ মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ।

12
118 views