জনগণের সুবিধার্থে পুরনো সেতু ভেঙে নতুন সেতু তৈরির উদ্যোগ নিল পঞ্চায়েত সমিতি ঘাটাল পশ্চিম মেদিনীপুর,
Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রানিচক দাসপুর ২ নম্বর ব্লকের খানজাপুর এলাকার পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে ঘাটাল রানিচক রাস্তার ওপর দিয়ে ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ভারী কোন যান চলাচল করা যাবে না। এটি জনস্বার্থের সুবিধার্যে পঞ্চায়েত সমিতির এই ঘোষণা, ২০০৭ সালে ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেতু তারপর থেকে দীর্ঘ ১৮ বছর ওই সেতু দিয়েই সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতো। পঞ্চায়েত সূত্রে জানা গেছে ঘাটাল রানিচক রাস্তার উপরে কুড়ানি ঘাটে নতুন সেতুর তৈরির কাজ শুরু হচ্ছে। সেজন্য পুরনো সেতুটির ভাঙার কাজ শুরু হয়েছে। সাময়িক এই অসুবিধা মেনে নেওয়ার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাকে আবেদন জানানো হয়েছে,