logo

দাঁতনে ছিনতাইয়ের ঘটনায় ৩ ঘন্টার মধ্যে দু'জন ছিনতাইবাজকে বেলদা থেকে গ্রেপ্তার করল পুলিশ!

দাঁতনে ছিনতাইয়ের ঘটনায় ৩ ঘন্টার মধ্যে দু'জন ছিনতাইবাজকে বেলদা থেকে গ্রেপ্তার করল পুলিশ!

সাইকেলের খাঁচা থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়েছিলো দুজন। অভিযোগ পেয়েই তাদের পাকড়াও করলো দাঁতন থানার পুলিশ। মঙ্গলবার দাঁতনের তকিনগর এলাকার ঘটনা। বৃহস্পতিবার ছিনতাই যাওয়া সামগ্রী মহিলার হাতে তুলে দিল দাঁতন থানার পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার বলভদ্রপুর এলাকার বাসিন্দা সবিতা দাস সাইকেলে চালিয়ে দাঁতনে বিদ্যুৎ অফিসে বিল জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় পেছন দিক থেকে আসা একটি মোটরবাইকে থাকা দুজন এসে সাইকেলের সামনে খাঁচায় রাখা ব্যাগটি নিয়ে চম্পট দেয়। মহিলা জানাচ্ছেন, তার ব্যাগে টাকা, মোবাইল-সহ দরকারি কাগজপত্র ছিল। দাঁতন থানায় ঘটনার কথা জানান তিনি। পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ বেলদা এলাকা থেকে ছিনতাইয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানাচ্ছে, ধৃতরা বেলদা এলাকার বাসিন্দা। বুধবার তাদের দাঁতন এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মহিলার ব্যাগটি। বৃহস্পতিবার উদ্ধার হওয়া মোবাইল-সহ অন্যান্য সামগ্রী মহিলার হাতে তুলে দিয়েছে পুলিশ।

0
0 views