logo

হাওড়া জেলার জয়পুরের ঝামটিয়ায় অঞ্চলে গভীর রাত্রে হঠাৎই ঘরের মধ্যে আগুন,

Pingla Barta হাওড়া জয়পুরের ঝামটিয়া অঞ্চলের সাউড়িয়া গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার গভীর রাতে হঠাৎই ঘরের মধ্যে আগুন দেখতে পায়। চারজনই ঘরের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে, পুলিশ দমকল পাঠায়। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘর থেকে উদ্ধার হয় এক পরিবারের চারজনের দেহ। কীভাবে আগুন লাগল তদন্ত করছে পুলিশ। চলতি মাসে এই নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের অনেক গুলো ঘটনাই ঘটল।

0
110 views