logo

নদীয়ার গর্ব নৃত্যে ও খেলাধুলায় বিশেষ নাম রাখবে শিমুরালীর দিশানী

নদীয়ার চাকদহ থানার শিমুরালী চাঁদুড়িয়া পঞ্চায়েতের বাসিন্দা ছোট্ট মেয়েটি দিশানী মুখার্জি বি আর আম্বেদকর ভবনের নৃত্য বিদ্যালয়ের নৃত্যপটীয়সী নৃত্য শিক্ষিকা। শিমুরালী বিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি ইভেন্টে চার চারটি পুরষ্কার পান। শিমুরালীর সকল বাসিন্দারা দিশানীকে নিয়ে গর্বিত।

19
1040 views