logo

West Bengal Nadia District Kalyani News Published Pranesh Tewari

নদীয়ার কল্যাণী থেকে প্রাণেশ তেওয়ারি প্রতিবেদন!

গত ০৪.১২.২০২৫ তারিখে হারাধন কীর্তনীয়া বাবার নাম গোবিন্দ কীর্তনীয়া ঠিকানা ওয়ার্ড নাম্বার ০৮, কিশলয় স্কুলের সামনে, পোস্ট গয়েশপুর, থানা কল্যাণী, নদীয়া থানায় এসে অভিযোগ জানায় যে তিনজন অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে কিশলয় স্কুলের সামনে তাকে দাঁড় করায় এবং তাকে হুমকি দিয়ে তার থেকে একটি মোবাইল ফোন এবং সোনার চেন ছিনতাই করে নিয়ে পালায়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে Kalyani PS Case No.- 1217/25 Dt- 04.12.2025 U/S 126(2)/308(2)/351(2)/3(5) BNS শুরু হয় এবং তদন্ত শুরু করে গয়েশপুর পুলিশ ফাঁড়ি। আজ অর্থাৎ ২২.১২.২০২৫ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে সুশান্ত সরকার পিতা-অবিন্যাস সরকার ঠিকানা গ্রাম গয়েশপুর ওয়ার্ড নাম্বার আট থানা কল্যাণী নদীয়া এই নামে ব্যক্তি কে পুলিশ এরেস্ট করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে আরো দুজন যাদের নাম প্রমোধ সাক্সেনা পিতা ঈশ্বর মালখান সাক্সেনা ঠিকানা একই এবং অজয় সরেন বাবা মহান সরেন গ্রাম গয়েশপুর নিচু পাড়া ওয়ার্ড নাম্বার আট থানা কল্যাণী নদীয়া এদের কেউ এরেস্ট করা হয়। পুনরায় জিজ্ঞাসাবাদ করার পরে সুশান্ত সরকার একটি মোটরসাইকেল উদ্ধার করতে সাহায্য করে, যেটা নিয়ে তারা এই ক্রাইমটি করেছিল এবং এও আশ্বাস দেয় যে যদি তাকে সুযোগ করে দেওয়া হয় সে ছিনতাই করা মোবাইল এবং সোনার চেনটি উদ্ধার করে দিতে পুলিশকে সাহায্য করবে। সেই কারণে তিনজনকেই মহামান্য আদালতের কাছে পেশ করা হয় এবং সুশান্ত সরকারকে পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার প্রেয়ার জমা করা হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গয়েশপুর ফাঁড়ি পুলিশ!

23
254 views