logo

সুমন গুপ্তের সহযোগিতায় পরিচালনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ দিনাজপুর বালুরঘাট নাট্য মন্দিরে,

Pingla Barta কর্ণধার সুমন গুপ্তের সহযোগিতা ও পরিচালনায় একটি বার্ষিক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এই সংস্কৃতি অনুষ্ঠানটা আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট নাট্য মন্দিরে, কিংবদন্তি সংগীত শিল্পী সলিল চৌধুরীর জন্ম শত বর্ষকে সামনে রেখেই বিশেষ করে এই অনুষ্ঠানের আয়োজন, সুরালয় সংগীত প্রতিষ্ঠান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুনীল চৌধুরীর গানের পাশাপাশি নজরুল গীতি রবীন্দ্র সংগীত এবং বাংলা হিন্দি সকল প্রকার গান পরিবেশন করেন ছাত্র-ছাত্রীর অভিভাবক এবং এলাকার সঙ্গীতপ্রেমীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটাকে সাফল্য করে তোলেন,

0
25 views