logo

আগ্নেয় অস্ত্রসহ গ্রেফতার এক পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুর,

Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার খরগোপুর টাউন থানার  পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 5 বন্দুক সহ 18 টি কার্তুজ উদ্ধার করার পাশাপাশি একজনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ, পিস্তল থেকে দেশি বন্দুক সবই ছিল অভিযুক্তর কাছে খরিদা এলাকার বাসিন্দা আর ওমেশ কুমার এবং ঝাড়খণ্ডের জামশেদপুরের রাধেশ্যাম সিংকে ওই অস্ত্র দিতে গিয়েছিল ওই অভিযুক্ত, অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে আগ্নেয়াস্ত গুলি ডেলিভারি করতে গিয়েছিল অভিযুক্তর নাম দীপঙ্কর শুক্লা, খরগোপুর টাউন এর কুমার পাড়ায় তার বাড়ি। শনিবার রাত্রে নিমপুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ওই ধৃত কে আদালতে তোলা হয় ,তবে এত অস্ত্র কোথায় ছিল কোথা থেকে এসেছিল সবকিছুর তদন্ত চলছে পুলিশের তরফ থেকে,

3
125 views