logo

নদীয়ার শিমুরালী নরপতিপাড়ায় ওয়াকফ আলোচনা

নদীয়ার চাকদহ থানার শিমুরালী পঞ্চায়েতের নরপতিপাড়ায় সংশোধিত ওয়াকফ আইন নিয়ে আলোচনা সভা হলো শুক্রবার।এই আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষক তাজেল আলি মন্ডল বলেন "মুসলিম সম্প্রদায়ের যেসব বিভিন্ন সম্পত্তি আছে , সেগুলি হাতছাড়া হয়ে যাবে কি না আগামী দিনে তার নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই আলোচনা সভায় ল-ক্লার্ক নাজিম উদ্দিন বিশ্বাস,লেখক ও সমাজকর্মী মফিকুল ইসলাম, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নদীয়া দক্ষিণ জেলা সভাপতি অলি হোসেন মন্ডল ও মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবী সহ মসজিদের ইমামসাহেবরা উপস্থিত ছিলেন।

5
510 views