logo

চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর গড়বেতা চন্দ্রকোনা রোড বিলা এলাকায়।

Pingla Barta একটি চুরির ঘটনার কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ,টাকাসহ একাধিক সোনার গয়না চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের বিলা এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে আছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের বিট  হাউসের পুলিশ, ফাঁকা বাড়িতে এই সুযোগেই দুষ্কৃতী চুরি করে নিয়ে যায় বলে জানার গেছে, এই ঘটনার তদন্তর প্রক্রিয়া শুরু করেছেন চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ,

4
319 views