logo

উদ্বোধন করলেন উন্নয়নের পাঁচালীর ট্যাবলো পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম,

Pingla Barta পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নকে সামনে রেখেই এক কর্মসূচি পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম কেয়াপাড়া এলাকায়, এই দিন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুজিত রায় রেয়াপাড়া এলাকার শিব মন্দিরে পূজো দিয়ে এবং সংলগ্ন একটি থানে এই ট্যাবলোর উদ্বোধন করেন, এবং এর পাশাপাশি এলাকার মন্দিরের প্রতিটির ব্রাহ্মণদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। গোটা নন্দীগ্রাম ঘুরবে এই উন্নয়নের পাঁচালীর ট্যাবলো,

0
0 views