logo

২৫টি গ্রামে স্বাস্থ্যপরিসেবার জোরদার করতে এলআইসির মোবাইল মেডিকেল যোগিনী ফাউন্ডেশন পক্ষ থেকে একটি ভ্যান প্রদান করা হলো পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুর,

Pingla Barta প্রায় ২৫ টি গ্রামে স্বাস্থ্যপরিসেবা পরিচালনা এবং জোরদার করতে এগিয়ে এলেন এলআইসির মোবাইল মেডিকেল সোশ্যাল রেসপন্স সিভিলিটি ফান্ড থেকে এলআইসি গোল্ডেন জুবিনী ফাউন্ডেশন পক্ষ থেকে উনিশে ডিসেম্বর শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খরগোপুর ডিভিশনের ম্যানেজার শৈবাল ভট্টাচার্য এ ছাড়া পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের চক, কুমার অ্যাসোসিয়েশন সোশ্যাল সার্ভিস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক ত্রিদীপ দাস বেড়ার হাতে ওই মোবাইল মেডিকেল ভ্যান টির চাবি তুলে দেয়া হয়, এই দুই পক্ষের আয়োজিত এক অনুষ্ঠান জেলার বিভিন্ন শাখার ম্যানেজার এই অনুষ্ঠানে অফিস প্রাঙ্গনে উপস্থিত থেকে এই পরিষেবা উত্থাপন করেন, যাতে বিভিন্ন মানুষের পরিষেবা বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে এই পরিষেবার পক্ষ থেকে, সাধারণ মানুষের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে,

5
25 views