এক কেজি ব্রাউন সুগার উদ্ধার করল মালদা জেলার ইংলিশ বাজার থানার পুলিশ,
Pingla Barta মালদা জেলার ইংলিশ বাজারের থানার পুলিশের বড় সাফল্য, মালদা জেলার রথবাড়ি চাটাই মার্কেট এলাকায় ঘোরাঘুরি করছিল এক যুবক, ঠিক তখনই ইংরেজবাজার থানার পুলিশ ওই এলাকায় থাকাকালীন ওই যুবককে দেখে সন্দেহ বোধ করেন, এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে , এবং তল্লাশি চালিয়ে এক কেজি ব্রাউন সুগার উদ্ধার করেন ইংরেজ বাজার থানার পুলিশ। ওই যুবকের নাম জানা গেছে আব্দুল মাজেদ বয়স মাত্র উনিশ বছর। বাড়ি কালিয়াচকের হারু চক গ্রামে, তবে ইংরেজবাজার থানার পুলিশের সন্দেহ আরো বেড়ে গেছে এত বিপুল পরিমাণে মাদক পেল কোথা থেকে এই চক্রে আরো কারা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে মালদা জেলায় ইংরেজবাজার থানার পুলিশ দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন, পাশাপাশি মালদা জেলা আদালতে পুলিশি তরফ থেকে হেফাজতের জন্য আবেদন জানিয়েছেন, যাতে করে ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে আরো কোন তথ্য পাই কিনা,